মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সেবাসমূহ
০১ | বৃত্তিমূলক প্রশিক্ষণকার্যক্রম | বিভিন্নধরনের আয়বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষনেরমাধ্যমে মহিলাদেরআত্নকর্মসংস্থানের ব্যবস্থা করা। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণসমূহ এমব্রয়ডারী ওসেলাই প্রশিক্ষণউন্নত জাতের হাস-মুরগী,গবাদি পশু পালন,মৎস্য চাষ,শাক-সবজিচাষ,বৃক্ষরোপনও পরিবেশ সংরক্ষণবিষয়ক প্রশিক্ষণপ্রদান। |
০২ | ভিজিডি কর্মসূচী | ভিজিডিকর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহপ্রশিক্ষণপ্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িত করণ। ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়। খ) আয় বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণদেয়া হয় |
০৩ | দরিদ্র মা’র জন্য মাতৃত্ব কালীন ভাতা প্রদান কর্মসূচী | দরিদ্রমা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গর্ভবতী মায়েদের মাসিক৩৫০/-টাকা হারে দুই বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এছাড়াসমত্মান প্রসবের পর মা ও শিশু স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়। |
এবং
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস