দয়ামীর এবং বিশ্বনাথ থানাকে পৃথক করেছে আমিরদীন নদী। যার অবস্থান দয়ামীর ইউনিয়নের উত্তর সীমান্তে। এটিই দয়ামীর ইউনিয়নের মধ্যে একমাত্র নদী। দয়ামীর ইউনিয়নের প্রাচীনতন নদী হচ্ছে বুড়িবরাক। কিন্তু বর্তমান সময়ে এটি মৃত নদী। দয়ামীর ইউনিয়নের রয়েছে অসংখ্য খাল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলিকা খাল। এটির অবস্থান চিন্তামনি এবং খাগদিওর এলাকায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস