Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দয়ামীর ইউনিয়নের ইতিহাস

 

দয়ামীর ইউনিয়ন প্রাচীন বুড়িবরাক নদীর দুই তীরে রুনিয়া লেঙগুরা হাওরের পাড় ঘেষে গড়ে ওঠা ভূ-অঞ্চলে ১১৭৬ ইং সাল থেকে জন বসতি গড়ে ওঠে। এসময় এ অঞ্চলে  প্রাচীন বৌদ্ধ বসতি বিদ্যমান ছিলো। পরবতীতে সিলেটে হযরত শাহ জালাল (র:) এর আগমনের প্রাক্ষালে এবং সমসাময়ীক কালে মুসলিম জন বসতি গড়ে ওঠে। সিলেটে অগ্নহার ভিত্তিক দানের সময়ে বেশ কিছু ব্রাক্ষন্য বসতি ও পরবর্তীকালে বৈদ্য কায়স্থ জন বসতি গড়ে ওঠে। হযরত শাহ জালালের (র:) সহগামী অনুগামী ওলি আওলিয়াদের বেশ কটি মাজার এখানে বিদ্যমান। স্বাধীনতা যুদ্ধের বির সিপাহসালার জেনারেল আতাওল গনি ওসমানীর পৈত্রিক বাড়ী এ ইউনিয়নে। কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ৪৬টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত দয়ামীরইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।